সব সমাপ্ত ~ আমি নেই কারণ নেই করার নেই। যত কিছু করার ছিল সব শেষ এখন সব বাড়ির কর্তার দায়িত্ব। ভুল করে অনেক পথে বিপথে ঘুরেছি অনেকের কথায় মেতেছি মাতলামো করেছি। এখন ত্যাগ করেছি সব করা সব ভাবনা সব দেখা সব শোনা সব ছোঁয়া - সব। ত্যাগ করতে হয়েছেে। ঘরের ছেলে ঘরে, সব এখন তাঁর দায়িত্বে। আমি নেই আমার নেই কারণ নেই করার নেই সব সমাপ্ত আমার কোনো দায়িত্ব নেই। সব এখন যার বাড়ি তাঁর দায়িত্ব। আমার দায়িত্ব : যেমন রেখেছে আছি ~ জিজ্ঞাসা নেই শেখার নেই দেবার নেই বলার নেই করার নেই। এই ঘরের ভাড়া নেই বেড়া নেই ছাদ নেই মেঝে নেই কাজ নেই খাওয়া জল বায়ু ভ্রমণ ভাড়া সব বিনামূল্যে -- চির স্থায়ী অনন্ত কালের জন্যে। আমার আর আমার দরকার নেই চাইলেও পাবার উপায় নেই। কাজ আমার চির দিনের জন্যে গেছে - ভাগিয়ে দিয়েছে কোনো কাজের নয় বলে । লিখে দিয়েছে চিত্রগুপ্তের খাতায় ~ অযোগ্য। যদি কিছু করি এখন গেটের বাইরে । জগতে ঢোকার সব দরজা বন্ধ। কোনো ফল নেই কোনো ধর্ম নেই কোনো মূল্য নেই কোনো নাম নেই কোনো অর্থ নেই কোনো মানে নেই। বিধান মানতেই হবে না মানার উপায় নেই। আমার নির্বাসন - পৃথিবীর বাইরে...
গোপাল নামটা শুনেছি দিয়েছিল এক বৈষ্ণবী তাকে কোলে নিয়ে। বলেছিল জগতের আলো। কোমল নামটা হয়তো মার দেওয়া। জন্ম থেকেই প্রস্ফুটিত। মা ছাড়া কে জানবে। নমিতা নামটা হলো উল্টো।জন্...
Comments
Post a Comment