ভয়

বাঘে যদি ভয় হয় তবে বাঘের গলা জড়িয়ে আদার করার দরকার আছে কি?

আন্দ্রে বোর্ডে আর্জেন্টিনাতে গিয়ে তার কথা সিকিস্ট্রিস্টের সিরিয়েল এ লিখেছে। এমনিতে তার চেহারা ভলো কিন্তু তার দুটো হাত ই সারাক্ষন নড়ছে। আমি জানতাম সে ১০ বছর ড্রাগ এডিক্ট ছিল। হয়তো সে পুরোপুরি সুস্থ কিন্তু তার সুইসাইড কিন্তু মিল ছিলোনা। তখন জানতে পারলাম তার প্রব্লেম তা কোথায়।  সিরিয়েল রেকর্ডিং করে তখন। সে তার নার্ভ ঠিক রাখতে পারেনা। কাজ সে তো ছাড়তে পারেনা। অসুস্থ তবুও তাকে বাঘের গলা ধরে আদার করতে হবে।

কি দরকার?

যাকে ভয় তার থেকে দূরে থাকলেই হয়। তা হয় না কারণ লোভ। টাকার লোভ সম্মানের লোভ।

আমাকে মেরে, আমার কুল বংশ সংসার বন্ধু শত্রু ধ্বংস করে, স্থাবর অস্থাবর সম্পত্তি ধ্বংস করে, আমার শ্রাদ্ধ করে আমার আত্মার সত্ বা অসৎ গতি করে তবেই না আমার মুক্তি। এরপরেও চুক্তি আর চির দিন জন্য জগতে আমি নেই এবং কোনো কিছু কোনো কারণেই করবো না বা থাকবো না । বলা না দেখা না শোনা না ছোঁয়া না জল না বায়ু না নিঃশাস না ভাবনা না বলা না অসুধ না সাহায্য না টাকা না চাকরি না গর্ব না আত্মরক্ষা না মিথ্যা না মিথ্যার উত্তর না প্রত্যুত্তর না উত্তর না - আমার চিরকালের প্রতিজ্ঞা। প্রতিজ্ঞা, প্রতিজ্ঞা না ভাঙার প্রতিজ্ঞা, কোনো কারণেই।

জগৎ দূরে অনন্তকাল দূরে অনন্ত যোজন দূরে ব্যবধান বৈতরণী - জাগতিক কোনো মাধ্যমে আমার সাথে জগতের কোনো সম্পর্ক নেই । রকেট না ফোন না দূরবীন না মাইক্রোস্কোপ না কোনো ওয়েব বা সিগন্যাল না কোনো রকম সাফাই বা প্রমান না, কোনো রকমেই নিজেকে বাঁচানো না, আমার সব রকম মানসিক শারীরিক যন্ত্রনা থেকে ।

জগৎ থেকে চির নির্বাসন । আমি চির কালের জন্যে সম্পূর্ণ আলাদা জগৎ থেকে। আমি জগতের ধরা ছোঁয়া শোনার বলার ভাবনার বোধের বাইরে। আমার কোনো স্মৃতি নেই।

তবেই না ভয়ের মুক্তি! কে দেবে সেই মুক্তি । ভগবান? না  মানুষ ?

আমি । কেও না আমি। আমি ই পারি এবং সম্পন্ন করেছি এই মুহূর্ত টা পেরোবার আগেই ।।

আমি চিরকালের জন্যে শুন্য । আমার বাস চিরকালের জন্যে শুন্যে । আমি নেই কেও  নেই  কিছু নেই । শুন্য ই আমার অনেক, অধিক, অসীম এবং যথেষ্ট  ....... আমি জগৎকে  ত্যাগ করেছি চিরকালের জন্যে ~এই আমার  অন্তিম প্রতিজ্ঞা ।।

আমার জাগতিক কোনো  দরকার নেই কোনো মোহো নেই কোনো ভাবনা নেই কোনো কাজ নেই।

এখনো যদি পৃথিবীতে জগতে কোথাও কোনো সময়ে থেকে থাকি  কাও সাথে  আটকে  থাকি  কাওকে কিছু কে মনে রাখি তাহলে আমি জন্ম জন্মাতরের জন্যে স্বৈচ্ছায় কালীঘাটের কুকুর আর  প্রত্যেক জন্মে বিষ্ঠা খেয়ে হাগতে হাগতে আমি যেন বাঁচি  ~~~~

আমার -আমিকে  প্রতিজ্ঞা ভাঙবার অভিশাপ । ।

Comments

Popular posts from this blog

উত্তর খণ্ড ~ নির্বাসন

নাম মাহাত্য

আমি নেই