অভিমুন্য

অভিমান কি গর্ব?
না জানার অহংকার ?
কি জানার অহংকার ?

অভিমুন্য মা সুভদ্রা কৃষ্ণের বোন, বাবা অর্জুন ভগবানের সখা। সে জন্মের আগে শিখে ছিল চক্রব্যূহ কি ভাবে ভেদ করে ঢুকতে হয় কিন্তু সে বাবার কাছ থেকে শেখেনি কি ভাবে বেড়েতে হয়. এই কি অভিমানের প্রকাশ? সম্ভাবনা  - হবার আগে শেষ হয়ে গেলো। রাজপুত্রের রাজা হওয়া আর হলো না।

দৈব ।।

Comments

  1. শেখেনি কিভাবে বেড়েতে হয়। বেড়েতে হয় নয় বেরোতে হয়। অভিমূন্য একটা ব্যতিক্রমী চরিত্র। অনেক অনেক কথা বললেও যেন কিছুই বলা হবেনা।

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

উত্তর খণ্ড ~ নির্বাসন

নাম মাহাত্য

আমি নেই