এখন তখন কখনোই আমি নেই কারণ নেই করার নেই
ঈর্ষা
দেখলাম আমার ঈর্ষা।
আমার প্রকাশ।
আমার অন্ধত্বের কারণ।
আমার তৈরী প্রাণহীন পুতুলদের আমার ঈর্ষা।
দেখলাম আমার ঈর্ষা।
আমার প্রকাশ।
আমার অন্ধত্বের কারণ।
আমার তৈরী প্রাণহীন পুতুলদের আমার ঈর্ষা।
রাগ
আমার তৈরী প্রাণহীন পুতুলের উপর আমার রাগ!
কামনা
আমার তৈরি পুতলের আমার প্রতীক্ষা।
বাসনা
আমার তৈরি পুতুলকে আমার বাসনা।
ক্ষমা
আমার ক্ষমা আমার পক্ষ্যে অমার্জনীয়। আমার শাস্তি আমার এই মুহূর্তে সম্পূর্ণ বিনাশ।
ভয়
ভয় আমার চির স্থায়ী সঙ্গী।
ভয় আমার চির স্থায়ী সঙ্গী।
আমার তরঙ্গেতে আমার ভয়
আমার শেষ দেখতে আমার ভয়
আমার সমোলোচনাতে আমার ভয়
আমার শেষ দেখতে আমার ভয়
আমার সমোলোচনাতে আমার ভয়
আমি চিরস্থায়ী আমার চিরস্থায়ী মৃত্যুভয়
বলতে ভয় করতে ভয় লোকে ভয় দুর্নামের ভয় ভালোবাসার জন হারাতে ভয় ।
আমার নিকট অনেকে আমার ভয় অনেক এবং কারণ অনেক।
আমার অনেক কষ্টের সম্বল স্ফটিক
আমার সর্বক্ষণ অহংকার চূর্ণ হবার ভয়।
ভীত আমি।
ভয় কাটাতে ,
আজ আমি ন্যাংটা লজ্যাহীন সঙ্গীহীন শান্তিহীন শক্তিহীন অস্থির অসুস্থ্য ধনহীন দায়িত্বহীন নিসঃহায় সম্বলহীন ভবিষ্যৎহীন অজানা একেলা দর্পহীন স্ফটিক হীন সুখহীন অস্তিত্বহীন মনহীন শারীরহীন বোধহীন বুদ্ধিহীন শব্দহীন - সব ক্ষতির জন্য তৈরী ~
আমার কোনো মাতব্বরের কাছে কিছু চাইবার নেই। আমার প্রতিজ্ঞা ।।
আমার করার কিছুই নেই বলার কিছু নেই। আমার প্রতিজ্ঞা।।
--------------------------------------------------------------------------------------------------------------------------
আমার অন্তিম প্রতিজ্ঞা এই প্রতিজ্ঞা আমি রাখি এবং রাখবো নীরবে যতক্ষন জ্ঞান আছে ~
যত দুঃখ যত কষ্ট যত ভয়ই হোক, যত সুখ যত আনন্দই হোক , যত লজ্যা যত অপমানই হোক , যত আশঙ্কা যত সম্ভবনাই থাকুক ~
আমার ভয় নেই, ভবিষ্যৎ নেই , দরকার নেই, মন নেই , চিন্তা নেই, দেহ নেই, বোধ নেই, বুদ্ধি নেই, আশংকা নেই, আমার জীবন নেই, ....আমি এই মুহূর্তে সব ক্ষতি স্বইচ্ছায় স্বীকার করছি ....
যদি কিছু থেকে থাকে আমার অজান্তে ,আমি নেই , আমার নেই, আমার কোনো প্রকাশ নেই ।
এই আমার শেষ করা , আমার শেষ প্রতিজ্ঞা:
আমি কিছু করিনা ।।।। ..।।।
বলতে ভয় করতে ভয় লোকে ভয় দুর্নামের ভয় ভালোবাসার জন হারাতে ভয় ।
আমার নিকট অনেকে আমার ভয় অনেক এবং কারণ অনেক।
আমার অনেক কষ্টের সম্বল স্ফটিক
আমার সর্বক্ষণ অহংকার চূর্ণ হবার ভয়।
ভীত আমি।
ভয় কাটাতে ,
আজ আমি ন্যাংটা লজ্যাহীন সঙ্গীহীন শান্তিহীন শক্তিহীন অস্থির অসুস্থ্য ধনহীন দায়িত্বহীন নিসঃহায় সম্বলহীন ভবিষ্যৎহীন অজানা একেলা দর্পহীন স্ফটিক হীন সুখহীন অস্তিত্বহীন মনহীন শারীরহীন বোধহীন বুদ্ধিহীন শব্দহীন - সব ক্ষতির জন্য তৈরী ~
আমার কোনো মাতব্বরের কাছে কিছু চাইবার নেই। আমার প্রতিজ্ঞা ।।
আমার করার কিছুই নেই বলার কিছু নেই। আমার প্রতিজ্ঞা।।
--------------------------------------------------------------------------------------------------------------------------
আমার অন্তিম প্রতিজ্ঞা এই প্রতিজ্ঞা আমি রাখি এবং রাখবো নীরবে যতক্ষন জ্ঞান আছে ~
যত দুঃখ যত কষ্ট যত ভয়ই হোক, যত সুখ যত আনন্দই হোক , যত লজ্যা যত অপমানই হোক , যত আশঙ্কা যত সম্ভবনাই থাকুক ~
আমার ভয় নেই, ভবিষ্যৎ নেই , দরকার নেই, মন নেই , চিন্তা নেই, দেহ নেই, বোধ নেই, বুদ্ধি নেই, আশংকা নেই, আমার জীবন নেই, ....আমি এই মুহূর্তে সব ক্ষতি স্বইচ্ছায় স্বীকার করছি ....
যদি কিছু থেকে থাকে আমার অজান্তে ,আমি নেই , আমার নেই, আমার কোনো প্রকাশ নেই ।
এই আমার শেষ করা , আমার শেষ প্রতিজ্ঞা:
আমি কিছু করিনা ।।।। ..।।।
Comments
Post a Comment