আকাশ আমাকে কি দেখতেই হবে?

বাঁচতে কি আমাকে হবে যে করেই হোক?
এই প্রশ্ন আমি আমাকে অনেক করেছি ।
বাঁচার আমার কোনো দরকার নেই।
আমার বলার লেখার কোনো কারণেই দরকার নেই।

নির্মল শঙ্কাহীন আকাশ কিন্তু দেখতে আমাকে হবেই।
আমার বাঁচা বা মরা অবান্তর প্রশ্নহীন।

সবকিছু দেরি করা যায়  কিন্তু এই দৃশ্য বা দর্শন
এখনই দেখা দরকার - এক মুহূর্ত দেরি করার উপায় নেই ।

আমাকে চেনা আমাকে জানা
আমি যে সত্যি সত্যি সৃষ্টি এবং সৃষ্টিকর্তা
আর কেও নয় আর কিচ্ছু নয় -
আমার এখনই দেখা দরকার।

জগৎ সর্বাংশে সত্যি সত্যি মিথ্যা।
আমি সত্যি।
আমার জগতের কোনো দরকার নেই।

আমি মৃত - আমি মিথ্যা।
আমার বাঁচার বা বড় হবার
কোনোই উপায় নেই।

মনে রাখার কিছু দরকার নেই
ভুলে গেলেও কিছু যায় আসে না
দেখারই বা কি আছে
খনিকের আনন্দ  - ক্ষনিকের অভিমান
তরঙ্গে সূর্যের কিরণ -
আমারি প্রতিফলন ।

চোখ মেললেই আমি
আমি নেই
অথচ সব আমি ।।

ধ্যান আমি ধ্যানী আমি সত্যি আমি নিত্য আমি
আমার তরঙ্গ নয় প্রতিফলন নয় অনিত্য নয় 

Comments

Popular posts from this blog

উত্তর খণ্ড ~ নির্বাসন

নাম মাহাত্য

আমি নেই